দিল্লির কৃষক আন্দোলন এর কেন্দ্রবিন্দু সিংঘু বর্ডারে ভুয়ো ইভ-টিজিংয়ের জিগির তুলতে গিয়ে কৃষকদের হাতে ধরা পড়লো এক যুবক আর এক যুবতী। জেরার মুখে পড়ে জানালো দিল্লির কৃষক আন্দোলনকে বানচাল করার ভয়াবহ এক পরিকল্পনার কথা।
আটজন যুবক ও দুই যুবতীকে নিয়ে গঠিত হয়েছিল অন্তর্ঘাতের মাধ্যমে কৃষক আন্দোলন ভাঙবার একটি স্কোয়াড। ধৃতদের দাবী যে তাদের ট্রেন করেছেন পুলিশের উর্দি পরিহিত লোকজন।

কৃষক আন্দোলন ভাঙার মাস্টারপ্ল্যান ছিল তিনটে পৃথক ফেজে বিভক্ত:
পরিকল্পনা ১: কৃষক আন্দোলন ভাঙতে প্রথমে একটি মেয়ে ইভ টিজিংয়ের অভিযোগ আনবে, তাকে কেন্দ্র করে গোলমাল বাঁধিয়ে গুলি করা হবে চার গুরুত্বপূর্ণ কৃষক নেতাকে।
পরিকল্পনা ২: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র্যালির ভেতরে থেকে অন্তর্ঘাত চালানো হবে। জাতীয় পতাকা মাটিতে ফেলে দেশজুড়ে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট উসকে আন্দোলনকে জনতার কাছে হেয় করা হবে, জনমতকে কৃষক আন্দোলনের বিরুদ্ধে পরিচালনা করা হবে, কৃষকদের “দেশদ্রোহী” তকমা দেওয়া হবে।
পরিকল্পনা ৩: কৃষকদের মধ্যে মিশে থেকে পেশাদার শুটার গুলি চালাবে পুলিশের দিকে। পুলিশ হত্যার পরেই পালটা গুলি চালিয়ে আন্দোলন দমনের দিকে যাবে পুলিশ।
যুবক এও জানায় সে ২০১৬তে হরিয়ানার জাঠ দাঙ্গার সময়েও এরকমই ভূমিকা পালন করেছিল।
(তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)