গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ১৮টি আসনে জয়লাভ করেছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলেও এটাই সত্যি যে বিজেপির জেতা ১৮টি আসনের মধ্যে ১০ টিতেই জিতেছে কংগ্রেস ও সিপিআইএমের ভোট কাটাকুটির কারনে। তা নাহলে ঐ ১০টি আসনে তৃনমূল জিতে যেতে পারতো এবং বিজেপি হেরে যেত। আসুন দেখে নেওয়া যাক যে সেই দশটি আসন-
১। কেন্দ্র : বর্ধমান-দুর্গাপুর | ২,৪৩১ ভােটে জিতেছে বিজেপি
এস এস আলুওলিয়া- বিজেপি- ৫.৯৮,৩৭৬
ড. মমতাজ সঘমিত্রা- তৃণমূল- ৫৯৫৯৩৭
আভাস রায়চৌধুরী- সিপিআইএম- ১,৬১,৩২৯
রণজিৎ মুখার্জী- কংগ্রেস- ৩৮,৫১৬
রামকৃষ্ণ মালিক (দেব) বিএসপি- ১৩,৭৬৬
২। কেন্দ্র : ঝাড়গ্রাম | ১১,৭৬৭ ভােটে জিতেছে বিজেপি
কুনার হেমব্রম- বিজেপি- ৬,২৬,৫৮৩
বীরবাহা সােরেন- তৃণমূল- ৬,১৪,৮১৬
দেবলীনা হেমব্রম- সিপিআইএম- ৭৫,৬৮০
যােগেশ্বর হেমব্রম- কংগ্রেস- ২০,৭৫৪
৩। কেন্দ্র : হুগলি | ৭৩,৩৬২ ভােটে জিতেছে বিজেপি
লকেট চ্যাটার্জী- বিজেপি – ৬,৭১,৪৪৮
ভ, রত্না দে (নাগ)- তৃণমূল- ৫,৯৮,০৮৬
প্রদীপ সাহা- সিপিআইএম- ১,২১,৫৮৮
প্রতুলচন্দ্র সাহা- কংগ্রেস- ২৫,৩৭৪
৪। কেন্দ্র রায়গঞ্জ | ৬০,৫৭৪ ভােটে জিতেছে বিজেপি
দেবশ্রী চৌধুরী- বিজেপি- ৫,১১,৬৫২
কানাইয়ালাল অগ্রবাল- তৃনমূল- ৪,৫১,০৭৮
মহম্মদ সেলিম- সিপিআইএম- ১,৮৩,০৩৯
দীপা দাশমুন্সি- কংগ্রেস- ৮৩,৮৬২
৫। কেন্দ্র : ব্যারাকপুর | ১৪,৮৫৭ ভােটে জিতেছে বিজেপি
অর্জুন সিং- বিজেপি- ৪,৭২,৯৯৪
দীনেশ ত্রিবেদী- তৃণমূল- ৪,৫৮,১৩৭
গার্গী চ্যাটার্জী- সিপিআইএম- ১,১৭,৪৫৬
মুহাম্মদ আলম- কংগ্রেস- ১৫,৭৪৬
৬। কেন্দ্র ; বালুরঘাট | ৩৩,২৯৩ ভােটে জিতেছে বিজেপি
সুকান্ত মজুমদার- বিজেপি- ৫,৩৯,৩১৭
অর্পিতা ঘােষ- তৃণমূল- ৫,০৬,০২৪
রণেন বর্মণ- আরএসপি- ৭২,৯৯০
এ সাদেক সরকার- কংগ্রেস- ৩৬, ৭৮৩
৭।কেন্দ্র : বিষ্ণুপুর | ৭৮,০৪৭ ভােটে জিতেছে বিজেপি
সৌমিত্র খাঁ বিজেপি- ৬,৫৭,০১৯
শ্যামল সাঁতরা- তৃণমূল- ৫,৭৮,৯৭২
সুনীল খাঁ- সিপিআইএম- ১,০২,৬১৫
নারায়ণচন্দ্র খাঁ- কংগ্রেস- ১৭,৯৩২
অজিতকুমার বাউরি- এসইউসিআই- ১১,২২৫
৮। মালদা উত্তর : ৮৪,২৮৮ ভােটে জিতেছে বিজেপি
খগেন মুর্ষ- বিজেপি- ৫,০৯,০২৪
মৌসম নুর- তৃণমূল- ৪,২৫,২৩৬
ইশা খান চৌধুরী- কংগ্রেস- ৩,০৫,২৭০
বিশ্বনাথ ঘােষ- সিপিআইএম- ৫০,৪০১
৯। কেন্দ্র : কোচবিহার | ৫৪,২৩১ ভােটে জিতেছে বিজেপি
নিশীথ প্রামাণিক- বিজেপি- ৭,৩১,৫৯৪
পরেশচন্দ্র অধিকারী- তৃণমূল- ৬,৭৭,৩৬৩
গােবিন্দচন্দ্র রায়- ফরওয়ার্ড ব্লক- ৪৬,৬৪৮
পিয়া রায় চৌধুরী- কংগ্রেস- ২৮,২১৫
১০। কেন্দ্র : বনগাঁ | ১,১১,৫৯৪ ভােটে জিতেছে বিজেপি
শান্তনু ঠাকুর- বিজেপি- ৬৮৭৬২২
মমতা ঠাকুর-তৃণমূল- ৫৭৬০২৮
অলােকেশ দাস- সিপিআইএম- ৯০১২২
সৌরভ পরসাদ- কংগ্রেস- ২২৬১৮
উপরের পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে যে কংগ্রেস এবং সিপিআইএম যদি গত লোকসভা ভোটে বিজেপি বিরোধী ভোট না কাটতো তাহলে বিজেপি ১৮ টি আসনে কোনভাবেই জিততে পারতো না। মাত্র ৮ আসন নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হতো।
তথ্য এবং ছবি মোহাম্মদ হাদিউজ্জামান এর থেকে প্রাপ্ত।